অনেকের মনে, মোবাইল এর দারুন একটি অংশ ক্যামেরা । অনেকের কাছেই ডিএসএলার নেই, তাই বলে কি তারা ছবি উঠাবেনা? মোবাইল ফটোগ্রাফার রাও কিন্তু এখন কোনো আংশে পিছিয়ে নেই । আশুন জেনে নেই ক্যামেরার জন্য সেরা ৫ টি মোবাইল ও তার দাম।
১ । জিয়াওমি রেডমি (প্রায় ১৩ হাজার টাকা)
১ । জিয়াওমি রেডমি (প্রায় ১৩ হাজার টাকা)
এই ফোন টি কম দামের মধ্যে হলেও এর ৮ মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে কম আলোতে অস্বাভাবিক সুন্দর ছবি উঠানো যায় । এতে জিয়াওমি এসএলআর মুড রয়েছে, অনেক দামি ফোনেও এতো ভালো ক্যামেরা দেওয়া হয় না ।
২। আসুস জেনফোন (প্রায় ২৬ হাজার টাকা)
এ দামের মধ্যে আসুস জেনফোন ১৩ মেগাপিক্সেল এর দারুন ক্যামেরা দিয়েছে । এতে রয়েছে এফ/২.০ এপারচার , যা একটি মোবাইলের জন্য অনেক বড় বিষয় । এটি দিয়ে মান সম্মত ছবি তোলা যাবে, কম আলোতেও এর ছবি দারুন সুন্দর ।
৩। নকিয়া লুমিয়া ১০২০ (প্রায় ৪০হাজার টাকা)
এটি বর্তমানে পৃথিবীর সেরা ফোন ক্যামেরা । এই ফোনে ৪১ মেগাপিক্সেল এর কেমারে দেওয়া আছে । এর ৬ এলিমেন্ট লেন্স দিয়ে অনেক সুন্দর ছবি তোলা যাবে ।
৪। গ্যালাক্সি এস ৬ (প্রায় ৭০হাজার টাকা)
এই ফোনের ক্যামেরাও অনেক সুন্দর । অনেক ভালো মানে ছবি উঠাতে পারবে এই ক্যামেরা দিয়ে ।
৫। আইফোন ৬ প্লাস।
আবো বেশি খরচ করতে চাইলে কিনতে পারেন এ ফোন টি । আইফোন এর এই নতুন ফোন ক্যামেরা ব্যাবহারের দিক থেকে শীর্ষে রয়েছে ।
0 মন্তব্য হয়েছে:
একটি মন্তব্য পোস্ট করুন